Known for interesting story plots, appealing details, fast-paced narratives, interesting storytelling style and human touch, his short stories and novels quickly touch a chord with the readers. His writing finds the child in the adult and the adult in the child and gives all of them the optimism for a better future.
প্রখ্যাত রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞান সাহিত্যের লেজেন্ড অনীশ দেব অভিজ্ঞান সম্পর্কে বলেন- ‘অভিজ্ঞান খুব ভালো গল্প বলিয়ে। ওর হাতে রয়েছে চমকে দেওয়ার মতো অজস্র প্লট- একটার সঙ্গে আরেকটার কোন মিল নেই। পড়তে বসলে বঁড়শি গাঁথা মাছের মতো অবস্থা হয়। প্লটই অভিজ্ঞানের গল্পের আসল ‘অভিজ্ঞান’। বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের আধুনিক লেখকদের নামের সারিতে আমার মতে প্রথম নামটিই হল অভিজ্ঞান রায়চৌধুরী। অভিজ্ঞান একজন বহুমাত্রিক লেখক। কুড়ি বছর প্লাস সময়ের লেখালেখিতে নানান গল্পে এটা ও বারবার প্রমাণ করেছে। ওর লেখায় এক বিশেষ ধরণের আকর্ষণ থাকে, যেটা হল অভিজ্ঞানের অভিজ্ঞান। অভিজ্ঞানের গল্প পড়া আমার কাছে একটা অভিজ্ঞতা।‘
বাংলা সাহিত্র্যের আরেক লেজেন্ড শ্রদ্ধেয় প্রফুল্ল রায়ের কথায় - 'সাময়িক পত্রপত্রিকায় অভিজ্ঞান রায়চৌধুরীর গল্প চোখে পড়লেই পড়ে ফেলি। কোনও কোনও লেখক মনে করেন গল্প লিখব, কিন্তু তাতে গল্প থাকবে না। প্যাঁচালো, জটিল গদ্যে বিবরণজাতীয় কিছু লিখে তার গায়ে গল্পের তকমা সেঁটে তাঁরা চালিয়ে দেন।
অভিজ্ঞান কিন্তু গল্প লিখতে বসে গল্পই লেখেন। সহজ, স্বচ্ছ ভাষায় গল্পের কাঠামোটি এমনভাবে নির্মাণ করেন যা পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত পড়িয়ে ছাড়ে। অভিজ্ঞানের কোন গল্পের শেষে থাকে চমক, কোন গল্পের রেশ বেশ কিছুক্ষণ পাঠককে আবিষ্ট করে রাখে, আবার কোন হাল্কা চালের গল্প মন ভালো করে দেয়।'
কিশোর সাহিত্যের একনিষ্ঠ গবেষক ও সমালোচক সমুদ্র বসুর ভাষায় - 'নামটা শুনলেই গর্বিত হতে হয় আজকের যুগের শিশু- কিশোর সাহিত্যের সব বয়সী পাঠকদের। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়ের হাত ধরে যে শিশু- কিশোর সাহিত্যের জন্ম ও বিকাশ হয়েছিল, যার ধারা ক্রমবর্ধমান হয়ে সত্যজিৎ ও তার পরবর্তী যুগে সুনীল গঙ্গোপাধ্যায়, নবনীতা দেবসেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সময় এক অন্য মাত্রা পেয়েছিল, আজকের দিনে যে গুটি কয়েকজন লেখক এখনও কিশোর সাহিত্যের সেই উন্নততম মান ধরে রেখেছেন, তাদের মধ্যে অভিজ্ঞান রায়চৌধুরী অন্যতম। অভিজ্ঞান রায়চৌধুরীর প্রায় প্রত্যেকটা গল্পই অনন্য। ওঁর গল্পে পাঠক হিসেবে ডুব দেওয়া আমার কাছে আজীবন মনে রাখার মতো একটি অভিজ্ঞতা।'
বাংলা সাহিত্যের একনিষ্ঠ পাঠক ও কঠোর সমালোচক ঋজু গাঙ্গুলীর কথায় - ' এই নামটা লেখার সঙ্গে সঙ্গে মনে উঁঁকিঝুঁকি মেরে গেল কয়েকটা শব্দ, যেমন- কল্পবিজ্ঞান, অ্যাডভেঞ্ছার, রহস্য, অলৌকিক, অনিলিখা।
আপনাদেরো কি তাই হল?
যদি তাই হয়ে থাকে, তাহলে বলুন তো, আমরা কি মানুষটির প্রতি সুবিচার করলাম?
মনে হয়, শুধুমাত্র উপরোক্ত ওই ক'টা শব্দ বা তার সঙ্গে জড়িয়ে থাকা অনুভব দিয়ে মানুষটির লেখার প্রকৃত মূল্যায়ন করা যায় না।
অভিজ্ঞান রায়চৌধুরী এমন একজন লেখক, যিনি শিশু কিশোর সাহিত্যের অঙ্গনে জঁর ফিকশন - কে যথাযথ গুরুত্বই শুধু দেন নি, বরং, যে শাশ্বত মানবিক মূল্যবোধকে প্রায়ই অবজ্ঞাভরে পেছনের সারিতে ঠেলে দিয়ে রহস্য- রোমাঞ্চ - অলৌকিককে সামনে এগিয়ে এনে নজর কাড়তে চান অনেকে, সেই মুল্যবোধকে স্বমহিমায় ফিরিয়ে আনতে চেয়েছেন তার প্রতিটা লেখায়।
ঠিক সেই জন্যেই, যে বইটা এখন আপনারা হাতে তুলে নিয়েছেন, সেটা খুব- খুব স্পেশাল।'
Abhijnan started writing for children and young adults in 1994.
Though Anilikha had been a key character in many of his short stories starting from 1996, this novel transformed ‘Anilikha’ into a very popular character in contemporary Bengali fiction.
List of published works (প্রকাশিত বই এর তালিকা)
জনপ্রিয় বই এর তালিকা
বিভা প্রকাশনী
*সেরা প্রেম সেরা রহস্য (২০২৪) - বিভা প্রকাশনী
সাহিত্যম নির্মল সাহিত্য মন্দির
*সেরা ভৌতিক গল্প (২০২৪)- সাহিত্যম নির্মল সাহিত্য
মন্দির
পত্রভারতী
* ভৌতিক
অলৌকিক (২০১৫)- পত্র ভারতী / Mystery
& Ghost collection (2015)- Patra Bharati
* সব
লজিকের বাইরে (২০১৭)- পত্র ভারতী / Beyond
the logical boudaries (2017)- Patra Bharati
* অনিলিখা
ও অনিলিখা (২০১৯)- পত্র ভারতী / Anilikha
and Anilikha (2019)- Patra Bharati
* অনিলিখা
সমগ্র ১ (২০২০)- পত্র ভারতী / Anilikha
Samagra1 (2020)- Patra Bharati
দেব সাহিত্য কুটীর
* ভয়নিচের
অজানা ভাষা (২০১৭)- দেব সাহিত্য কুটীর /
The unknown language of Voynich (2017)- Deb Sahitya Kutir
* চোখের
সামনে মৃত্যু (২০১৮)- দেব সাহিত্য কুটীর / The
death before the eye (2018)- Deb Sahitya Kutir
* নিছক
প্রেমের গল্প (২০১৮)- দেব সাহিত্য কুটীর / Collection
of Love Stories (2018)- Deb Sahitya Kutir
* সেরা
ভয় (২০২০) - দেব সাহিত্য কুটীর / Best
Horror Stories (2020) - Deb Sahitya Kutir.
দীপ প্রকাশন
* শুধু
একটা রাত (২০২১)- দীপ প্রকাশন / That
Night(2021)- Deep Prakashan
* অনিলিখা ও
সেরা বাইশ (২০২২)- দীপ প্রকাশন - Deep
Prakashan
* অচেনা
মুখ ও আরো পনেরো (২০২৩)- দীপ প্রকাশন - Deep Prakashan
শিশু
সাহিত্য সংসদ
* রাতের
ট্রেনের সঙ্গী (২০১৪)- শিশু সাহিত্য সংসদ / The
passenger of a night train (2014)- Sisu Sahitya Sansad
ইন্ডিয়ান পাবলিশিং হাউস
* নিয়ম
যখন ভাঙে (২০১৫)- ইন্ডিয়ান
পাবলিশিং হাউস
উপন্যাস
জনপ্রিয়
কল্পবিজ্ঞান, রহস্য, অ্যাডভেঞ্চার
সংকেত
রহস্য(
এতে আছে দুটো উপন্যাস ‘সংকেত রহস্য’ ও ‘রহস্য যখন নিজেকে নিয়ে’)
– প্রকাশক
পত্রভারতী
রহস্য
যখন ডারউইন (
এতে আছে দুটো উপন্যাস ‘রহস্য যখন ডারউইন’ ও ‘রহস্য যখন সংখ্যায়’)- প্রকাশক পত্রভারতী,
মাঝে
মাত্র চব্বিশ দিন(
এতে আছে দুটো উপন্যাস ‘মাঝে মাত্র চব্বিশ দিন’ ও ‘রহস্য যখন রক্তে’)
– প্রকাশক
পত্রভারতী,
ক
রহস্য (
এতে আছে দুটো উপন্যাস ‘ক এবং কয়েকজন’ ও ‘রহস্য যখন মাইক্রোস্কোপিক’)
– প্রকাশক
পত্রভারতী,
রহস্যের
দশ আঙুল (আছে
দুটো উপন্যাস ' রহস্যের দশ আঙুল' ও ' রহস্য যখন সঙ্কেতে')- প্রকাশক পত্রভারতী
অনিলিখা
ও অনিলিখা -(আছে
দুটো উপন্যাস 'অনিলিখা ও হিরোসি' ও ' অনিলিখা ও সেই লোকটা')- প্রকাশক পত্রভারতী
অসাধারণ অনিলিখা – অনিলিখার কিছু সাড়াজাগানো জনপ্রিয় উপন্যাস
অনিলিখা সমগ্র ১ - পত্রভারতী
·
সংকেত রহস্য – পত্রভারতী প্রকাশিত বই
‘সংকেত রহস্য’ – এ আছে।
·
রহস্য যখন সংকেতে - পত্রভারতী প্রকাশিত
বই ‘রহস্যের দশ আঙুল’ – এ আছে।
·
অনিলিখা ও বোহাস ক্যাসেলের প্রেতাত্মা –
দেব সাহিত্য কুটীর – এর বই ‘সেরা ভয়’- এ আছে।
·
অনিলিখা ও সেই লোকটা – পত্রভারতী
প্রকাশিত ‘অনিলিখা ও অনিলিখা’ বইতে আছে।
·
রহস্য যখন মাইক্রোস্কোপিক – পত্রভারতী
প্রকাশিত বই ‘ক রহস্য’ – এ আছে।
·
মাঝে মাত্র চব্বিশ দিন - পত্রভারতী
প্রকাশিত বই ‘মাঝে মাত্র চব্বিশ দিন’ – এ আছে।
·
রহস্য যখন ডারউইন - পত্রভারতী প্রকাশিত
‘রহস্য যখন ডারউইন’ বইতে আছে।
·
ছেলেটা এখনও বন্ধু খোঁজে- এটা দেব
সাহিত্য কুটীর প্রকাশিত ‘সেরা ভয়’ – বইতে আছে।
·
রহস্যের দশ আঙুল – এটা পত্রভারতী
প্রকাশিত ‘রহস্যের দশ আঙুল’ বই তে আছে।
·
অনিলিখা ও হিরোসি - এটা পত্রভারতী
প্রকাশিত ‘অনিলিখা ও অনিলিখা’ বইতে আছে।
গল্প(গল্প
ও উপন্যাস) সংকলন
অনিলিখা ও সেরা বাইশ - প্রকাশক দীপ প্রকাশন
শুধু
একটা রাত - প্রকাশক দীপ প্রকাশন
সেরা
ভয় - প্রকাশক দেব সাহিত্য কুটীর,
নিছক
প্রেমের গল্প - প্রকাশক দেব সাহিত্য কুটীর,
চোখের
সামনে মৃত্যু - প্রকাশক দেব সাহিত্য কুটীর,
ভয়নিচের
অজানা ভাষা ও আরও বারো- প্রকাশক দেব সাহিত্য কুটীর,
রাতের ট্রেনের সঙ্গী – প্রকাশক শিশু সাহিত্য সংসদ,
সব
লজিকের বাইরে – প্রকাশক পত্রভারতী,
ভৌতিক
অলৌকিক – প্রকাশক পত্রভারতী,
নিয়ম
যখন ভাঙে – প্রকাশক ইন্ডিয়ান পাবলিশিং হাউস,
শেষ ম্যাজিক - প্রকাশক দেজ পাবলিশিং
অন্যান্য
লেখা-
গ্লোবাল
ওয়ারমিং - প্রকাশক পত্রভারতী,
এই
পৃথিবী একশ বছর পরে – প্রকাশক কম্পিউট্রনিক্স,
দেশ
বিদেশের সেরা রূপকথা ১,২ – প্রকাশক ইন্ডিয়ান পাবলিশিং হাউস,
কেমন
করে কাজ করে যন্ত্র ১,২,৩ – প্রকাশক ইন্ডিয়ান পাবলিশিং হাউস,
সম্পাদনা
দেশ বিদেশের সেরা কল্পবিজ্ঞান – প্রকাশক ইন্ডিয়ান পাবলিশিং হাউস,
সেরা
গুলগল্প – প্রকাশক ইন্ডিয়ান পাবলিশিং হাউস
Books Published in English This World
after 100 Years 2015- Publisher Indian Publishing House,
Best Loves Folk Tales - Publisher
Indian Publishing House,
পত্রভারতী
* সংকেত রহস্য (২০১০)- পত্র ভারতী / When
the Mystery is in the symbols (2010)- Patra Bharati
* রহস্য যখন ডারউইন (২০১২)- পত্র ভারতী / When
the Mystery is on Darwin (2012)- Patra Bharati
* মাঝে মাত্র চব্বিশ দিন (২০১৪)- পত্র
ভারতী / With Only 24 Days Left (2014)-
Patra Bharati
* ভৌতিক অলৌকিক (২০১৫)- পত্র ভারতী / Mystery & Ghost collection (2015)- Patra Bharati
* ক রহস্য (২০১৬)- পত্র ভারতী / When
The mystery is with 'Ka'(2016)- Patra Bharati
* সব লজিকের বাইরে (২০১৭)- পত্র ভারতী / Beyond the logical boudaries (2017)- Patra Bharati
* রহস্যের দশ আঙুল (২০১৮)- পত্র ভারতী / When The mystery is all about 10 fingers (2018)- Patra Bharati
* অনিলিখা ও অনিলিখা (২০১৯)- পত্র ভারতী / Anilikha and Anilikha (2019)- Patra Bharati
* অনিলিখা সমগ্র ১ (২০২০)- পত্র ভারতী / Anilikha Samagra1 (2020)- Patra Bharati
দেব সাহিত্য কুটীর
* ভয়নিচের অজানা ভাষা (২০১৭)- দেব সাহিত্য কুটীর / The unknown language of Voynich (2017)- Deb Sahitya Kutir
* চোখের সামনে মৃত্যু (২০১৮)- দেব সাহিত্য
কুটীর / The death before the eye (2018)-
Deb Sahitya Kutir
* নিছক প্রেমের গল্প (২০১৮)- দেব সাহিত্য
কুটীর / Collection of Love Stories
(2018)- Deb Sahitya Kutir
* সেরা ভয় (২০২০) - দেব সাহিত্য কুটীর / Best Horror Stories (2020) - Deb Sahitya Kutir.
শিশু সাহিত্য সংসদ
* রাতের ট্রেনের সঙ্গী (২০১৪)- শিশু সাহিত্য সংসদ / The passenger of a night train (2014)- Sisu Sahitya Sansad
দীপ প্রকাশন
* শুধু
একটা রাত (২০২১)- দীপ প্রকাশন / That Night(2021)-
Deep Prakashan
* অনিলিখা ও সেরা বাইশ (২০২২)- দীপ প্রকাশন - Deep Prakashan
* অচেনা মুখ ও আরো পনেরো (২০২৩)- দীপ প্রকাশন - Deep Prakashan
বিভা প্রকাশনী
*সেরা প্রেম সেরা রহস্য (২০২৪) - বিভা প্রকাশনী
সাহিত্যম নির্মল সাহিত্য মন্দির
*সেরা ভৌতিক গল্প (২০২৪)- সাহিত্যম নির্মল সাহিত্য মন্দির
ইন্ডিয়ান পাবলিশিং হাউস
* নিয়ম যখন ভাঙে (২০১৫)- ইন্ডিয়ান পাবলিশিং হাউস / When the rule breaks (2015)- Indian Publishing House
* কেমন করে কাজ করে যন্ত্র-১(১৯৯৬)-
ইন্ডিয়ান পাবলিশিং হাউস / How does machine work- Part 1
(1996)- Indian Publishing House
* কেমন করে কাজ করে যন্ত্র-২ (১৯৯৭)- ইন্ডিয়ান পাবলিশিং হাউস / How does machine work- Part 2 (1997)- Indian Publishing House
* দেশ বিদেশের সেরা কল্পবিজ্ঞান
[সম্পাদিত]
(১৯৯৮)- ইন্ডিয়ান পাবলিশিং হাউস / Best Science Fictions of world
[Edited] (1998)- Indian Publishing House
* কেমন করে কাজ করে যন্ত্র-৩ (১৯৯৯)-
ইন্ডিয়ান পাবলিশিং হাউস / How does machine work- Part 3
(1999)- Indian Publishing House
* সারা বিশ্বের সেরা রূপকথা-১ [সম্পাদিত]
(২০০০)-
ইন্ডিয়ান পাবলিশিং হাউস / Best Loved Folk Tales Around
the world [Edited] (2000)- Indian Publishing House
* সারা বিশ্বের সেরা রূপকথা-২ [সম্পাদিত]
(২০০০)-
ইন্ডিয়ান পাবলিশিং হাউস / Best Loved Folk Tales
Around the world [Edited] (2000)- Indian Publishing House
* গুলগপ্পো [সম্পাদিত] (২০০৩unique়ান পাবলিশিং হাউস
/ Best Comedy Stories [Edited] (2003)- Indian Publishing House
* এই পৃথিবী ১০০ বছর পর (২০০৩)-
কম্পিউট্রনিক্স / This World After 100 Years
(2003)- Computronics
* গ্লোবাল ওয়ার্নিং (২০০৯)- পত্র ভারতী / Global
Warming (2009)- Patra Bharati
যারা পড়েন তারা জানেন আমার সব গল্পই ১০+ সববয়সের জন্য। শুধু ছোটদের জন্য শিশুসাহিত্য
আমি খুব কম লিখেছি।
একটা প্রশ্ন আমি প্রায়শই পাই। আমার অনেক বই এর মধ্যে কোন বইটা আমার সবথেকে
প্রিয়। এর সহজ উত্তর নেই। প্রত্যেকটা বই -ই কোন না কোন জায়গায় তার গল্পসম্ভারে অনন্য।
কিন্তু ঠিক কী পড়তে চাইছেন, তার উপর নির্ভর করে যাতে সঠিক বই নির্বাচন করতে পারেন
সেজন্য এই লেখা। এটা লিখলাম কারণ আমি নিজে বিভিন্ন দোকানে বা দপ্তরে অনেক ভুল গাইডান্সের
খবর পেয়েছি।
খুব ভয়ের গল্পের বই খুঁজছেন?
সেরা ভয় - প্রকাশক দেব সাহিত্য কুটীর, এটা খুব ভয়ের গল্পের সংকলন। আমার অত্যন্ত প্রিয়
গল্প সংকলন। সব বয়সের জন্য। আশা করি এ বই আগামীদিনে নানান ভাষায় অনূদিত হয়ে সারা বিশ্বের
পাঠক পড়ার সুযোগ পাবে।
শুধু একটা রাত - প্রকাশক দীপ প্রকাশন। এ বই এর মূল উপন্যাস ‘শুধু একটা রাত’ শুধু ভয়ের উপন্যাস
নয়, প্রেমেরও। বাকি গল্পগুলোর বিষয় কল্প বিজ্ঞান,রহস্য রোমাঞ্চ। অনিলিখা ও মিস্টার
পাইও আছে।
অনিলিখার রহস্য কাহিনী পড়তে চান?
‘সংকেতরহস্য’ বা ‘ক রহস্য’ বা ‘ রহস্য-এর দশ আঙুল’ বা ‘অনিলিখা ও অনিলিখা’ বই দিয়ে শুরু করতে পারেন। অনিলিখা
সমগ্র -১ বেরোবে বলে কিছু বই পাওয়া না যেতেও পারে।
অনিলিখার কিছু সাড়াজাগানো জনপ্রিয় উপন্যাস
·
সংকেত রহস্য – পত্রভারতী প্রকাশিত বই ‘সংকেত রহস্য’ – এ আছে।
·
রহস্য যখন সংকেতে - পত্রভারতী প্রকাশিত বই ‘রহস্যের দশ আঙুল’ – এ আছে।
·
অনিলিখা ও বোহাস ক্যাসেলের প্রেতাত্মা – দেব সাহিত্য কুটীর – এর বই ‘সেরা ভয়’- এ আছে।
·
অনিলিখা ও সেই লোকটা – পত্রভারতী প্রকাশিত ‘অনিলিখা ও অনিলিখা’ বইতে আছে।
·
রহস্য যখন মাইক্রোস্কোপিক – পত্রভারতী প্রকাশিত বই ‘ক রহস্য’ – এ আছে।
·
মাঝে মাত্র চব্বিশ দিন - পত্রভারতী প্রকাশিত বই ‘মাঝে মাত্র চব্বিশ দিন’ – এ আছে।
·
রহস্য যখন ডারউইন - পত্রভারতী প্রকাশিত ‘রহস্য যখন ডারউইন’ বইতে আছে।
·
ছেলেটা এখনও বন্ধু খোঁজে- এটা দেব সাহিত্য কুটীর প্রকাশিত ‘সেরা ভয়’ – বইতে আছে।
·
রহস্যের দশ আঙুল – এটা পত্রভারতী প্রকাশিত ‘রহস্যের দশ আঙুল’ বই তে আছে।
·
অনিলিখা ও হিরোসি - এটা পত্রভারতী প্রকাশিত ‘অনিলিখা ও অনিলিখা’ বইতে আছে।
ভৌতিক অলৌকিক- এর উপরে গল্পসংকলন খুঁজছেন?
ভৌতিক অলৌকিক – প্রকাশক পত্রভারতী- পড়তে পারেন। ভৌতিক হলেও এর মধ্যে ভয়ের গল্প চার- পাঁচটে।
প্রেমের গল্প পড়তে চান?
নিছক প্রেমের গল্প - প্রকাশক দেব সাহিত্য কুটীর।
শুধু একটা রাত - প্রকাশক দীপ প্রকাশন।
মূলত কল্পবিজ্ঞানে আগ্রহী। মূলত কল্পবিজ্ঞান পড়তে চান?
অনিলিখার যে কোন উপন্যাস। এছাড়া আমার সব গল্প সংকলনেই কল্পবিজ্ঞান ও
ফ্যান্টাসির গল্প থাকে।
তবু যে গল্পসংকলনে কল্পবিজ্ঞান বা ফ্যান্টাসির আধিক্য আছে, সেগুলো হল
সব লজিকের বাইরে – প্রকাশক পত্রভারতী,
চোখের সামনে মৃত্যু - প্রকাশক দেব সাহিত্য কুটীর,
রাতের ট্রেনের সঙ্গী – প্রকাশক শিশু সাহিত্য সংসদ।
নিয়ম যখন ভাঙে – প্রকাশক ইন্ডিয়ান পাবলিশিং হাউস,
কল্পবিজ্ঞান, রহস্য, মানবিক, ভয় – বিভিন্ন ধরণের গল্প আছে এরকম গল্প সংকলন খুঁজছেন?
সব লজিকের বাইরে – প্রকাশক পত্রভারতী,
চোখের সামনে মৃত্যু - প্রকাশক দেব সাহিত্য কুটীর,
ভয়নিচের অজানা ভাষা ও আরও বারো- প্রকাশক দেব সাহিত্য কুটীর,
নিয়ম যখন ভাঙে – প্রকাশক ইন্ডিয়ান পাবলিশিং হাউস,
রাতের ট্রেনের সঙ্গী – প্রকাশক শিশু সাহিত্য সংসদ।
আমার সবথেকে প্রিয় তিনটে গল্পসংকলন?
শক্ত প্রশ্ন। পাঠকদের মত অন্যরকম হতেই পারে। তবু লিখছি।
সেরা ভয় - প্রকাশক দেব সাহিত্য কুটীর
ভয়নিচের অজানা ভাষা ও আরও বারো- প্রকাশক দেব সাহিত্য কুটীর,
সব লজিকের বাইরে – প্রকাশক পত্রভারতী
Audio Story
https://www.storytel.com/in/en/search-Abhijnan
Sunday Suspense
https://www.youtube.com/watch?v=w5HVW5ixtMQ
https://www.youtube.com/watch?v=WSq-73f2kBM
abhighan roychowdhury
Abhijnan roychowdhury
abhijnan roychoudhury
Abhijnan Roychowdhury
Abhigyan Roychowdhury
https://boighar.in/product-tag/abhigyan-roychowdhury/
Abhijnan Roychowdhury
Abhigyan Roychowdhury
https://www.amazon.in/s?k=abhigyan+roychowdhury&ref=nb_sb_noss_2
https://boimela.in/index.php?main_page=down_for_maintenance&zenid=99faa85gl1rv2aoskjmcnq65i3
Abhijnan Roychowdhury
https://readbengalibooks.com/index.php/catalogsearch/result/?q=Abhijnan+roychowdhury
https://www.devsahityakutir.com/
https://www.bookspatrabharati.com/
https://swiftboox.app/
0 comments:
Post a Comment