Saturday, May 23, 2020

উম্ফুন - কোনরকম রাজনীতি না করে আমাদের সবাইকে বিপন্ন মানুষদের পাশে থাকতে হবে


কত লোক যে আজ বাংলায় গৃহহীন হল কে জানে! এ নিয়ে কোনরকম রাজনীতি না করে, আমাদের সবাইকে বিপন্ন মানুষদের পাশে থাকতে হবে। আগামীদিনে গ্লোবাল ওয়ারমিং – এর জন্য এরকম ক্যাটেগরি ৫ ঝড়ের সংখ্যা আরও বাড়বে। আমাদের তার জন্য প্রস্তুত থাকতে হবে।
শুধু নোংরা রাজনীতি চাই না। বাংলায় রাজনীতি অনেকের জীবিকা হয়ে গেছে, সেটাই সমস্যা। একটা অংশ সুবিধেমতো গিরগিটির মতো রঙ বদলায়। যে শিল্পী আজ মমতার সোশ্যাল ডিস্টান্সিং- এর ছবি আঁকছে, আর প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে, সেই সময় সুবিধেমতো দেখবেন রঙ বদলে মোদীর ছবি আঁকবে। এখন সব ভুলে নিরপেক্ষতা বজায় রেখে শুধু সাধারণ মানুষের কাছে যাতে ত্রাণ পৌঁছোয়, সেটাই দেখতে হবে।

0 comments:

Post a Comment