আমেরিকায় আজ বিভিন্ন
শহরে আগুন জ্বলছে। আমেরিকার প্রায় একশোর মতো শহরে গিয়েছি। পাঁচ-ছয় বছর থেকেছি বিভিন্ন
জায়গায়। আমেরিকার সমাজে এই বিভেদ সবসময় আমার চোখে পড়েছে। সাম্প্রতিককালে সেটা আরও
বেড়েছে। যে কোন ভালো কনফারেন্সে গেলে, সেখানে সিকিউরিটির লোক ছাড়া বা ট্যাক্সি চালক
ছাড়া কৃষ্ণাঙ্গ মানুষ চোখেই পড়ে না। বিজনেস ক্লাস লাউঞ্জে চোখেই পড়ে না। অনেক পরিকল্পনা
ও চেষ্টা সত্বেও খুব কম কৃষ্ণাঙ্গ মানুষকে সমাজের উপরের দিকে দেখা যায়। এটা কিন্তু
শুধু বর্ণ বিদ্বেষ নয়, তাহলে সেটা ভারতীয়দের সঙ্গেও হতে পারত। এটা শিক্ষা, বুদ্ধি,
সংস্কৃতি, সামাজিক ও আর্থিক অবস্থানের প্রতিফলন। তার মধ্যে কোভিড পরবর্তী সমাজে বাড়তে
থাকা বেকারত্ব, যার প্রভাব ওদের উপরে অনেক বেশী পড়েছে। ভারত ও ইউরোপের কিছু দেশ যেভাবে
সবাইকে অনেক স্বতঃস্ফূর্তভাবে আপন করে নিয়েছে, সেটাই বোধহয় আমেরিকার পক্ষে সম্ভব
হয় নি। বিভেদটা তাই অনেক সময় উপর থেকে অস্পষ্ট দেখালেও, আসল অসুখ অনেক গভীরে।
Sunday, May 31, 2020
Subscribe to:
Post Comments (Atom)
Schick Quattro Titanium - Titanium-Arsen-Arsen-Arsen-Arsen-Arsen-Arsen
ReplyDeleteSchick quattro titanium quartz meaning Titanium. titanium boiling point Price: titanium dioxide sunscreen €0.00, titanium trim as seen on tv 0.15%. VAT: 0.13%. Type: Consumer goods, Accessories. Related products, Categories, Containers. mokume gane titanium 1. Schick,