Thursday, May 6, 2021

Review Kaushik Dam

 Koushik Dam cinema galpo

খুব ভালো লাগল
Abhijnan Roychowdhury দা এই প্রজন্মের অন্যতম সেরা লেখক এবং অতি অবশ্যই এক বিরল শ্রেণির লেখক যাকে ছোটদের , কিশোর দের বা বড় দের লেখক বলে শ্রেণীভুক্ত করা যায় না।
ওঁর লেখা গুলো পড়লে কিছু না কিছু শেখা যাবেই। এই লেখায় বিজ্ঞান আর ঈশ্বর চেতনা এমনভাবে মিলে মিশে গেছে তা ভাবাই যায় না। " সামনে রোমিত বসে কাঁদছে। ..... ও সত্যি হয়তো ওদের ঈশ্বর হয়ে উঠেছিল। তাই শুনতে পাচ্ছিল।" এই লাইন গুলো যখন পড়বেন তখন গায়ে কাঁটা দিয়ে উঠবে। লেখাটা কিশোর ভারতীর 5 ই এপ্রিল সংখ্যায় ছোট গল্পের থেকে পড়লাম। এই খানেই আমার একমাত্র অভিযোগ .... আগেও বেশ কয়েকটা অনিলিখা কে নিয়ে লেখার ক্ষেত্রেও আমি লক্ষ্য করেছি সেটা হল একটা উপন্যাসের পর্যায়ের লেখাকে বেশ জোর করে ছোট গল্পে রূপান্তরিত করা হয়েছে। এই গল্পটা একটা 200 পাতার উপন্যাস হতেই পারতো, তাতে হয়তো আরো অনেক কিছু আমরা জানতে পারতাম, শিখতাম ফিজিক্স শিখতাম বেদ মন্ত্র।

0 comments:

Post a Comment