Thursday, May 6, 2021

শ্রদ্ধেয় কিংবদন্তী সাহিত্যিক অনীশ দেবের আমার লেখা সম্বন্ধে কিছু কথা। সব লজিকের বাইরে।

 জানতাম না যে পত্রভারতীর থেকে প্রকাশিত ‘সব লজিকের বাইরে’ বই এর ভূমিকা লিখবেন আমার প্রিয় কিংবদন্তী লেখক অনীশ দেব।


হয়ত জানলে একটু ভয়ই পেতাম। কারণ ওঁর মতো স্পষ্টবক্তা মানুষ কোন কিছু দ্বিধা না করে যেরকম মনে হবে সেরকমই লিখবেন।

অনেকে ওঁর হাতের লেখা দেখতে চাইছেন। ওঁর মুক্তাক্ষরে লেখা এই ভূমিকাটা আমার কাছে খুব বড় ঐশ্বর্য হয়ে থাকল।

পড়লেই বুঝবেন উনি কোথায় অন্য অনেকের থেকে আলাদা। মন কতো বড় হলে কল্পবিজ্ঞানের সম্রাট এরকম ভূমিকা স্বেচ্ছায় অনুজ এক লেখক সম্বন্ধে লিখতে পারেন।



0 comments:

Post a Comment