কয়েকজনকে দেখছি প্রধানমন্ত্রীর হাতে রক্ত দিয়ে একটা পোস্ট করছেন। এটা কী ধরণের অসভ্যতা। রক্ত তো আমাদের সবার হাতেই লেগে রয়েছে। সব দলের নেতাদের হাতে। এখন ন্যাকামি করা হচ্ছে। এখনও রাজনীতি! সত্যি আমাদের রক্ত দূষিত হয়ে গেছে রাজনীতি করে করে। এখন দেখা উচিত কীভাবে একসঙ্গে কাজ করেএই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়।
কোন দলের মুখস্থ করা কিছু কথা আমার টাইমলাইনে এসে বলবেন না।
ভারতবিরোধী কথা কী বলতেই হবে! শুধু সুযোগের অপেক্ষায় থাকা হয় । প্রধানমন্ত্রীর কী কোন দায় নেই! অবশ্যই অনেক আছে।
সব মিলিয়ে যত ভ্যাকসিন দেওয়া হয়েছে তাতে চীন আর আমেরিকার পরেই ভারতের অবস্থান। কিন্তু আরও ১০% বেশী হয়ত দেওয়া যেত।
আমাদের কখনই ভাবা উচিত হয় নি যে সেকেন্ড ওয়েভ আর আসবে না। স্প্যানিশ ফ্লুতেও সব থেকে বেশী মানুষ মারা গিয়েছিল এই সেকেন্ড ওয়েভে। যে ক’টা দেশে মিউট্যান্ট ভাইরাস আসার সম্ভাবনা ছিল, তার মধ্যে ভারত ছিল।
কোভিড হাসপাতাল কেন আরও বেশী খোলা হয় নি।
ইলেকশান উপলক্ষে জনসমাবেশ করতে দেওয়া একদমই উচিত হয় নি।
বিভিন্ন প্রান্তে ভাইরাস সিকোয়েন্স- তাড়াতাড়ি বোঝার জন্য রিসার্চ সেন্টার আরও তাড়াতাড়ি খোলা উচিত ছিল। একই সঙ্গে এরকম B.1.617, B.1.1.7 স্ট্রেন যে এভাবে ভারতীয়দের সংক্রামিত করবে সেটাও ধারণার বাইরে ছিল।
কিন্তু কিছু রাজ্য সরকার- তারাই বা কী করেছে? সাধারণ জনতার একটা বড় অংশ তারাও কী তাদের দায়িত্ব পালন করেছে!
আমি হাজারটা জিনিস তুলে ধরতে পারি যেখানে রাজ্য সরকার শুধু অন্ধবিরোধিতার জন্য তাদের দায়িত্ব পালন করে নি! কিন্তু এখন সে সব ভুলে এসব নেগেটিভ কথায় না মেতে মানুষের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়া উচিত।
0 comments:
Post a Comment